আরব লীগের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৫ মার্চ গৃহীত একটি প্রস্তাবে বলা হয়েছে, আরব লীগের উচিত বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা ।
প্রস্তাব বলা হয়েছে, আরব দেশগুলোর উচিত " একচীন নীতিতে" অবিচল থাকা। প্রস্তাবে জোর দিয়ে বলেছে, এ বছরের ২০ ও ২১ মে বাহরায়েনে অনুষ্ঠেয় চীন-আরব সহযোগিতা ফোরামের তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সংশ্লিষ্ট সকল পক্ষেরই অংশ নেয়া উচিত।এছাড়াও , আরব দেশগুলোর উচিত ভারত ও তুরস্কের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।--ওয়াং হাইমান
|