v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-05 20:02:15    
চীনের নতুন জাতীয় গণ কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনে ওয়েন চিয়াপাও সরকারী কার্যবিবরণী উত্থাপন করেন

cri

    দ্রব্যমূল্য এবারের বার্ষিকঅধিবেশনের একটি স্পর্শকাতর সমস্যা । কারণ এটি জনসাধারণের স্বার্থের সঙ্গে জড়িত । চিয়াং সু প্রদেশের প্রতিনিধি চাং সিয়াংনিং কীটনাশক ওষুধের বিশেষজ্ঞ । দ্রব্যমূল্যের বৃদ্ধি সম্পর্কে তিনি খুব মনোযোগী । দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ওপর তিনি আস্থাবান । তিনি বলেন , দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ খুঁজে বের করলে দ্রব্যমূল্যকে ৪.৮শতাংশে নিয়ন্ত্রণে আনা যাবে বলে আমি বিশ্বাস করি । প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেন , দ্রব্যমূল্যের অতি দ্রুত বৃদ্ধিকে রোধ করা এ বছরের সার্বিক নিয়ন্ত্রনের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য । কার্যকর সরবরাহকে জোরদার ও অযৌক্তিক চাহিদা রোধ করাসহ দুই দিক থেকে বলিষ্ঠ ব্যবস্থা নিতে হবে ।

    শিক্ষা, কর্মসংস্থান , চিকিত্সা , আবাসন, সমাজ বীমা ও আয় বৃদ্ধি সহ নানা বিষয় জনসাধারণের জীবনযাপনের সম্পর্কিত। এ বছর কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় শিক্ষাখাতে যে বিনিয়োগ করবে তা গত বছরের তুলনায় ৯০ বিলিয়ন রেনমিনপি বেশি । ওয়েন চিয়াপাও তাঁর সরকারী কার্যবিবরণীতে বলেন ,পরীক্ষামূলকভাবে চালু করার ভিত্তিতে এ বছরের শরত্কালে সার্বিকভাবে শহরের বাধ্যতামূলক শিক্ষাপ্রাপ্তদের স্কুলফি মৌকুফকরবে । এটা বাধ্যতামূলক শিক্ষার ভারসাম্য উন্নয়ন ও শিক্ষার সুষমতা জোরদার করার জন্য নেয়া আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    এ বছর শহর ও গ্রামামঞ্চলের এক কোটি লোক নতুন কর্মসংস্থান পাবেন । বেকারের হার ৪.৫ শতাংশে নিয়ন্ত্রিত হবে । ওষুধের মূল্যবৃদ্ধি রোধ করার জন্য এ বছর কেন্দ্রীয় অর্থ মন্ত্রণাণলয়৮৩.২ বিলিয়ন রেনমিনপি বিনিয়োগ করবে । সস্তা বাড়ি নির্মাণে ৬৮০ কোটি রেনমিনপি বরাদ্দ করবে এবং সামাজিক বীমা ব্যবস্থায় ২৭০ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে ।

    ১৫ কোটি কৃষি-শ্রমিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করার জন্যসরকারী কার্যবিবরণীতে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি বলেন, কৃষি -শ্রমিকরা যাতে যথাযথ সময়ে পূর্ণ বেতন পান তা নিশ্চিত করতে হবে । কৃষি-শ্রমিকদের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বার্ধক্যবীমা ব্যবস্থাওতাড়াতাড়ি প্রণয়ন করতে হবে । কৃষি-শ্রমিকদের থাকার পরিবেশ উন্নত করতে হবে । --চুং শাওলি


1 2