৫ মার্চ পেইচিং অলিম্পিক কমিটি বলেছে, ২০০৮ সালের অলিম্পিক গেমস ও প্রতিবন্ধি গেমসের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের জন্য খাদ্য সরবরাহ ও বিশ্রাম কালীণ অলিম্পিক গ্রামের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে ।
পেইচিং অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধি গেমসের খেলোয়াড়দের অলিম্পিক গ্রাম অলিম্পিক পার্কের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। এর আয়তন ৬৬ হেক্টর। ৪২টি ভবন এবং নাগরিক সেবা কেন্দ্র নিয়ে এ গ্রাম গঠিত হয়েছে ।
অলিম্পিক গ্রামের নির্মাণকারীদের প্রতিনিধি ম্যাডাম লিউ রোং বলেছেন, অলিম্পিক গ্রামের সাজানোর কাজ সম্পন্ন হয়েছে । বিদ্যুত্, পানি ও এয়ার কন্ডিশনার ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে ।
অলিম্পিক গেমস চলাকালে অলিম্পিক গ্রাম ১৬ হাজারেরও বেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের সেবা দিতে সক্ষম । অলিম্পিক গেমস শেষ হওয়ার পর ২০০৯ সালে অলিম্পিক গ্রামের সকল বাড়িঘর পেইচিংয়ের অধিবাসীদের কাছে বিক্রি করে দেয়া হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|