চীনের পূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০০৭ সালের শেষ নাগাদ চীনে সস্তা বাড়ি ভাড়া ব্যবস্থার মাধ্যমে ৮.৫ লাখ নিম্ন আয়ের পরিবারের আবাসিক অবস্থার উন্নতি সম্ভব হয়েছে।
সস্তা বাড়ি ভাড়া ব্যবস্থা হচ্ছে দরিদ্র ও বাসস্থানের সমস্যা রয়েছে এমন পরিবারের জন্য সরকারের ভর্তুকি প্রদান ব্যবস্থা। চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত সকল দরিদ্র ও বাসস্থানের সমস্যা রয়েছে এমন পরিবার সস্তা বাড়ি ভাড়া ব্যবস্থার সুফল পাবে।
৫ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে উত্থাপিত সরকারী রিপোর্টে বলেছেন, চলতি বছর সস্তা বাড়ি ভাড়া ব্যবস্থা উন্নয়নের জন্য চীনের অর্থ মন্ত্রণালয় ৬.৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে। তা গত বছরের তুলনায় ১.৭ বিলিয়ন ইউয়ান বেশি। তিনি আরো বলেছেন, বিভিন্ন প্রদেশের সরকারও এ ক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়াবে।(লিলু)
|