৪ মার্চ ইকুয়েডরের দেশী বিদেশী নিরাপত্তা সমন্বয় মন্ত্রী কুসটাভো লারিয়া বলেন, ইকুয়েডর সরকার কলম্বিয়া সংলগ্ন সীমান্ত এলাকায় বহু জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আবেদন করেছে । যাতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় ।
এদিন ইকুয়েডর সংবিধান প্রণয়ন সম্মেলনে ইকুয়েডরের অভ্যন্তরে সংঘর্ষের কারণে সৃষ্ট কূটনৈতিক সংকট সম্পর্কে রিপোর্ট উত্থাপনের সময় লারিয়া বলেন ,কলম্বিয়া ইকুয়েডর সংলগ্ন সীমান্ত এলাকায় বাহিনী মোতায়েন না করা এবং দু'দেশের সীমান্ত অঞ্চলকে নিয়ন্ত্রণের বাইরে রাখা হলো কলম্বিয়ার সরকার বিরোধি দল --'কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর' এ অঞ্চলে কর্মকাণ্ড চালানোর মূল কারণ ।
তিনি আরও বলেন, কলম্বিয়া তার নিজের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করতে না পারলে ইকুয়েডর সরকার আমেরিকান জাতিসমূহের সংস্থা এবং জাতিসংঘের একটি বহু জাতি শান্তি রক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|