৪ মার্চ রাতে পিপিপি , পিএমএল-(এন )ও এএনপি'র নেতৃবৃন্দ রাজধানী ইসলামাবাদে এক সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছেন যে, নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে আস্থামূলক ভোট দেবে । সম্মেলনে জাতিসংঘকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ,পিপিপি'র সাবেক চেয়ারম্যান বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড নিয়ে নতুন তদন্ত করার অনুরোধ হবে এবং পাকিস্তান সরকারের সাবেক নেতা জুলফিকার আলি ভুট্টোর হত্যাকাণ্ড সম্পর্কে সরকারীভাবে জনগণের কাছে দুঃখ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
অন্য খবরে জানা গেছে, সম্মেলনে পিপিপি এবং এএনপি পিএমএল-(এন)কে মন্ত্রীসভায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে । তবে পিএমএল-(এন) এ সম্পর্কে স্পষ্টভাবে এখনো কিছু বলে নি । অন্য আরেক সূত্রে জানা গেছে, পিএমএল-এন ৫ মার্চ অনুষ্ঠেয় এক সভায় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।
(ছাও ইয়ান হুয়া)
|