৫ মার্চ উত্তর কোরিয়ার রোডোং সিনমুন পত্রিকার ভাষ্যে বলা হয়েছে, বর্তমানে ছ'পক্ষীয় বৈঠকের চুক্তি পালন বিলম্বিত হওয়ার মূল কারণ হলো যুক্তরাষ্ট্র কার্যক্রমের প্রতি কার্যক্রম নীতি লঙ্ঘন করেছে ।
ভাষ্যে বলা হয়েছে, কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের মুল নীতি হলো কার্যক্রমের প্রতি কার্যক্রম চালানো । তবে যুক্তরাষ্ট্র নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে উত্তর কোরিয়াকে একতরফা তত্পরতা চালানোর অনুরোধ করেছে । তা সরাসরি কার্যক্রমের প্রতি কার্যক্রম নীতির লঙ্ঘন ।
নিবন্ধে আরও বলা হয়েছে, কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা একটি খুবই স্পর্শকাতর সামরিক ও রাজনৈতিক সমস্যা । চুক্তি পালনের ইতিবাচক মনোভাব পোষণা না করলে এ সমস্যার সমাধান কঠিন হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|