|
|
 |
| (GMT+08:00)
2008-03-05 16:49:56
|
|
চলতি বছর চীনের গুয়াংসীতে ১৫ লাখ গ্রামবাসীর পানীয় জলের; সমস্যার সমাধান করা হবে
cri
|
চলতি বছর চীনের গুয়াংসী জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রামাঞ্চলের পানীয় জল নিরাপত্তা প্রকল্পে মোট ৫৬ কোটি ইউয়ন রেন মিন পি বরাদ্দ করবে । এই প্রকল্পে ১৫ লাখ গ্রামবাসীর পানীয় জল সমস্যা দূর হবে । জানা গেছে, এই স্বায়ত্তশাসিত অঞ্চলের কোনো কোনো জেলায় ৯০ শতাংশের বেশী হল পাহাড়ি এলাকা । নদনদীর অভাবে পানীয় জলের অপ্রতুলতা দীর্ঘকাল ধরে এই অঞ্চলের অধিবাসীদের একটি সমস্যা। ১৯৯৮ সাল থেকে এ সব এলাকায় পানীয় জলের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পযর্ন্ত গ্রামাঞ্চলের পানীয় জল সমস্যার সমাধান করার জন্য গুয়াংসী জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ১৮০ কোটি রেন মিন পি বরাদ্দ করে। এখন ৪২ লক্ষাধিক গ্রামবাসী এর সূফল ভোগ করছেন ।
|
|
|