|
 |
(GMT+08:00)
2008-03-05 13:23:58
|
গাজা অঞ্চলের সংঘর্ষে ১৩ জন হতাহত
cri
৪ মার্চ গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলী সেনা বাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে । ৪ মার্চ সন্ধ্যা ৮টার দিকে ইসরাইলী বাহিনী এ অঞ্চলে প্রবেশ করে জিহাদের নেতৃত্বাধীন সশস্ত্র দল " আল কুদস ব্রিগেডেসের" বাড়ি ঘেরাও করে । এ সময় দু'পক্ষের মধ্যে গুলি বিনিময়ে একটি কন্যা শিশু নিহত হয় এবং ১১জন আহত হয় । ইসরাইলের সামরিক সূত্র দাবি করেছে , সামিরি সংঘর্ষে মারা গেছে । সূত্রটি জোর দিয়ে বলেছে , এর আগের " ওয়াম উইন্টার" সামরিক অভিযানের তুলনায় এবারের অভিযানটি ছোট আকারের নিয়মিত মিশন। স্থানীয় সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ প্রতিরোধ করার জন্য গাজা সীমান্তে ইসরাইলী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে ।
|
|
|