নওগাঁ জেলার শ্রোতা খন্দকার রফিকুল ইসলাম তার চিঠিতে লিখেছেন , আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । অনুষ্ঠান শোনা আমার শখে পরিণত হয়েছে । কোনোএক দিন যদি অনুষ্ঠানটি মিস করি তাহলে আমার মন খারাপ লাগে । আপনাদের অনুষ্ঠানগুলোর মধ্যে আমার সবচেয়ে ভাল লাগে চাওয়া-পাওয়া , চীনা ভাষা শিখি , মুখোমুখি ও মিতালী । চাওয়া-পাওয়া অনুষ্ঠানে আমি আমার পছন্দমত শিল্পীদের গান শুনতে পারি , চীনা ভাষা শিখি অনুষ্ঠান থেকে আমি অনেক চীনা ভাষা শিখে ফেলেছি এবং মুখোমুখি অনুষ্ঠানে আমি চীন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি । এক কথায় আমি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান পছন্দ করি ।
প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য । আমরা জানি, আমাদের অনুষ্ঠান আরো উন্নত করার সুযোগ আছে । ভবিষ্যতে আমরা যথাসাধ্য চেষ্টা করবো । আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন । কোনো মতামত বা পরামর্শ থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন । আমরা সব সময় শ্রোতাদের ভাল ভাল পরার্মশ গ্রহণ করতে প্রস্তুত ।
দিনাজপুর জেলার শ্রোতা মো: মোস্তাফিজুররহমান তার চিঠিতে লিখেছেন, পত্রের শুরতেই সি আর আই-এর সকল কর্মীর শীতের ভেতরে উষ্ণ রোদের মিষ্টি শুভেচ্ছা জানাচ্ছি । সি আর আই-এর বাংলা অনুষ্ঠান আমার কাছে যুগেপযোগী । শ্রবণ মান বতর্মানে খুবই ভালো । আপনাদের কাছে আমার একটি প্রস্তাব : রাত্রে যে দুইবার অনুষ্ঠান প্রচার হয়, দ্বিতীয় বার পুন:প্রচার না করে নতুন সংবাদ পরিবেশন করুন এবং ভিন্ন আংগিকে অনুষ্ঠান মালা সাজলে আমার মনে হয় সি আর আই শ্রোতাদের কাছে আরও মনোমুগ্ধকরহয়ে উঠবে ।
মোস্তাফিজুর রহমান , ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রস্তাবের জন্য । এর আগে কয়েকজন শ্রোতা আপনার মতো একই প্রস্তাব দিয়েছেন । বর্তমানে বাংলা বিভাগ ও তামিল বিভাগ একটি রেকডিং স্টুডিওভাগাভাগি করে ব্যবহার করছে । রাত ৮টা থেকে ৯টা পযর্ন্ত বাংলা বিভাগের রেকডিং সময় এবং ৯টা থেকে ১০টা পযর্ন্ত তামিল বিভাগের সময় । ৯টার পর কোনো নতুন সংবাদ থাকলেও স্টুডিওর অভাবে রেকডিং করা সম্ভব নয় । ঠিক এ কারণে বতর্মানে আমরা অনুষ্ঠানটি দুবার পুন:প্রচার করতে বাধ্য হই। আমার জানা মতে আপাতত এই সমস্যার সমাধান হচ্ছে না । আশা করি , নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন । কোনো মতামত বা পরামর্শ থাকলে চিঠি লিখে জানাবেন । আমাদের অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা খুব প্রয়োজন ।
জামালপুর জেলার শ্রোতা মো: আব্দুল্লাহেল হাদীতপন তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত ও পুরনো শ্রোতা । অনেক দিন যাবত আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি । মিতালী, সেই গ্রাম এই জীবন এসব অনুষ্ঠান আমার খুবই ভাল লাগে । গত শনিবার আমি মুখোমুখি অনুষ্ঠানটি শুনলাম । আমার খুব ভাল লেগেছে । এতে শ্রোতাদের মনের ইচ্ছা প্রকাশ করা হয় । এই অনুষ্ঠানের মাধ্যমে চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি ।আমার প্রভাবে আমার ছোট ভাই এবং চাচাতো ভাইও আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছে । তারাও আপনাদের অনুষ্ঠান পছন্দ করে । আশা করি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান আরও সুন্দর হবে ।
প্রিয় বন্ধু, দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । আপনি আমাদের একজন পুরনো শ্রোতা । নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । আপনার প্রভাবে আপনার দুজন ভাইও আমাদের অনুষ্ঠান শুনছেন জেনে আমরা খুব আনন্দিত । আশা আপনার প্রভাবে আপনার চারপাশের আরও বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন আমাদের অনুষ্ঠান শুনতে শুরু করবেন ।
গাইবান্দাজেলার শ্রোতা টিটু আখন্দ তার চিঠিতে লিখেছেন , পত্রের শুরুতেই জানাই আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা । আশা করি সি আর আই বাংলা পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছে । গত সপ্তাহে আপনাদের পাঠানো একটি চিঠি পেলাম । খাম খুলে সত্যিই আমি খুব আনন্দ পেয়েছি । নববর্ষের উপহারটি খুব চমত্কার ও চিত্তাকর্ষক । এ জন্য সি আর আই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় ।কারণ আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতে পাই না । আমার সামনে ফাইনাল পরীক্ষা দেশের পরিস্থিতির কারণে পরীক্ষাটা শুধু পেছাচ্ছে । জানি না , পরীক্ষা কবে হবে ? তা যখনই হোক, পরীক্ষা শেষে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো বলে আশা রাখি ।
প্রিয় বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য । আমরা জানি আপনি একজন ছাত্র । পড়াশুনায় খুব ব্যস্ত থাকেন । কিন্তু আপনি ব্যস্তার মধ্যে আমাদের অনুষ্ঠান শুনে থাকে । আমরা সত্যিই মুগ্ধ । আপনার পরীক্ষা এখন কি শেষ হয়েছে ? যদি হয়ে থাকে তাহলে পরীক্ষা কেমন হয়েছে ? আশা করি আপনার পরীক্ষার ফলাফল ভাল হবে ।
সিলেট জেলার শ্রোতা মো: মশিউর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন ছাত্র। দশম শ্রেণীতে পড়ি। আমি দু'বছর আগে সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। অনুষ্ঠানটি শুনতে খুব ভাল লাগে । আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে
ফেলেছি। আমার জ্ঞান সমৃদ্ধ হয়ে উঠেছে। অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল, মুখোমুখি, চলুন বেড়িয়ে আসি এবং মিতালী। উপস্থাপনের মানও আগের চাইতে উন্নত হয়েছে। এক কথায় সি আর আইএর বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হচ্ছে।
ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য। আমরা জানি অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমাদের আরও অনেক কিছু করবার আছে। শ্রোতারা আমাদের অনুষ্ঠানের উপর আস্থা রেখেছেন । আমরা আপনাদের আশাহত করবো না। আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে চিঠি লিখে জানাবেন। বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।
দিনাজপুর জেলার শ্রোতা কামাল হোসেন ভুইয়া তাঁর চিঠিতে লিখেছেন, আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি সি আর আই বাংলা বিভাগের সবাই ভাল আছেন। আপনাদের অনুষ্ঠানগুলোআমি নিয়মিত শুনছি। ভাল লাগছে আপনাদের পরিবেশনা। মুখোমুখি, চলুন বেড়িয়ে আসি, চীন ভাষা শিক্ষা, মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। ছোটবেলা থেকে আমি চীন সম্পর্কে জানতে আগ্রহী । বতর্মানে বিশ্বজুড়ে চীনা ভাষা শিক্ষার আন্দোলনসৃষ্টি হয়েছে। আপনাদের সাপ্তাহিক চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান কখনো মিস করিনা।
বন্ধু কামাল হোসেন ভুইয়া, আশা করি, আপনি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদরে অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক পরামর্শ খুব দরকার। কারণ শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব।
|