চীনের শাংহাই বিমান শক্তি গবেষণা বিভাগের প্রধান পরিকল্পক চৌ হোং লিং ৪ মার্চ পেইচিংয়ে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের জলবায়ু নিরূপনের কাজ সম্পাদনকারী ফাং ইউয়ুন তিন নং উপগ্রহ মে মাসে উত্ক্ষেপণ করা হবে। অলিম্পিক গেমসের জলবায়ু পরিসেবা সুষ্ঠুভাবে সম্পাদনের পাশাপাশি খারাপ আবহাওয়া নিরূপন করার সামর্থ্যও উন্নত হবে।
ফাং ইউয়ুন তিন নং উপগ্রহ হচ্ছে চীনের গবেষণার নতুন জলবায়ু উপগ্রহ। আগের জলবায়ু উপগ্রহের তুলনায় ফাং ইউয়ুন তিন নং উপগ্রহ আরো বেশি ক্ষমতাসম্পন্ন এবং নিরূপনের সময় আরো দীর্ঘ হবে। এর পাশাপাশি প্রথমবারের মত বিশ্ব, সর্বকালীন এবং থ্রী ডাইমেনশনাল পদ্ধতিতে পর্যবেক্ষণের কাজ বাস্তবায়িত হয়েছে।
তিনি আরো বলেছেন, বর্তমানে এই উপগ্রহ নির্মাণ কাজ শাংহাইয়ে সম্পন্ন হয়েছে, শিগগিরই নিক্ষেপ কেন্দ্রে পাঠানো হবে।(লিলু)
|