৩ মার্চ সন্ধ্যায় জার্মানীর হ্যানোভারেজার্মানীর চ্যান্সেলার এন্জেলা মার্কেল ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে বৈঠক করেছেন। দু'নেতা ভূমধ্য সাগরীয় ইউনিয়ন গড়ে তোলা সম্পর্কে একমত হয়েছেন।
বৈঠক শেষে মার্কেল বলেছেন, দু'নেতা ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্য সাগরীয় নীতি সম্পর্কিত মতভেদ নিরসন করেছে। তারা একমত হয়েছে যে, ভূমধ্য সাগরীয় ইউনিয়ন গড়ে তোলা হবে ই'ইউ'র সকল সদস্য দেশের অভিন্ন দায়িত্ব। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ই'ইউ শীর্ষ সম্মেলনে দু'নেতা এ প্রস্তাব উত্থাপন করবেন।
তাছাড়া দু'পক্ষ জোর দিয়ে বলেছে, দু'দেশের মধ্যে সহযোগিতার ধারা অব্যাহত রাখা খুব গুরুত্বপূর্ণ।(লিলু)
|