সফররত চীন সরকারের আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুই চিন সাদের প্রেসিডেন্ট ইদরিস দেবির সঙ্গে ৩ মার্চ সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে লিউ কুই চিন বলেছেন, সাদ ও চীনের কূটনৈতিক সম্পর্ক পুন-প্রতিষ্ঠার পর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সক্রিয় ফলাফল অর্জিত হয়েছে। চীন সাদের গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদারে পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট দেবি বলেন, এখন সাদের পরিস্থিতি শান্ত, নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। সাদ চীনের সঙ্গে গভীর সহযোগিতার প্রত্যাশা করে। তিনি সুদানের দারফুর সমস্যা সমাধানের জন্য চীনের প্রয়াসের প্রশংসা করেছেন। তিনি আশা করেন, দারফুর সমস্যায় চীন আরো বিরাট ভূমিকা পালন করবে।
লিউ কুই চিন বলেন, চীন সে দেশের স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে সাদ সরকার ও জনগণের প্রচেষ্টাকে সমর্থন করে। চীন সাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক ও গভীর উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। তিনি আরো বলেন, চীন দারফুর সমস্যা সমাধানের জন্য অব্যাহত গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|