v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-04 18:39:35    
চীনের আত্মরক্ষামূলক  প্রতিরক্ষা নীতি কোনো দেশের জন্য হুমকি হবে না

cri
    ৪ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেন, চীন চিরকাল শান্তিপূর্ণ উন্নয়ন পথে অবিচল থেকে তার আত্মরক্ষামূলক  প্রতিরক্ষা নীতি অনুসরণ করবে এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগীয় অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বলিষ্ঠ শক্তি হিসেবে তা কোনো দেশের জন্য হুমকি হবে না ।

    সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৮ সালে চীনের সামরিক শক্তি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে । এ সম্পর্কে ছিন কাং সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ রিপোর্ট চীনের সামরিক হুমকি তত্ত্বের কথা জোরালোভাবে বলা হয়েছে যা গুরুতরভাবে সত্যতাকে উপেক্ষা করেছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং রাষ্ট্র রাষ্ট্র  সম্পর্কের নীতি লংঘন করেছে । চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং ন্যায়সংগতভাবে এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।

    তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রকে ঠাণ্ডা যুদ্ধের চিন্তাভাবনা ত্যাগ করে সঠিকভাবে চীনের উন্নয়নকে উপলব্ধি করা এবং বাস্তব তত্পরতার মাধ্যমে দু'দেশের পারস্পরিক আস্থা ও গঠনমূলক সহযোগিতার অনুরোধ জানিয়েছে । চীন যুক্তরাষ্ট্রকে একচীন নীতি , চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলা এবং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার পাশাপাশি তাইওয়ানের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি ও দু'পক্ষের সামরিক যোগাযোগ বন্ধ করার অনুরোধ জানিয়েছে ।এর পাশাপাশি যুক্তরাষ্ট্র যেন স্বাধীন তাইওয়ান পন্থীদের ভুল পথে পরিচালনা বন্ধ করে চীনের সঙ্গে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে  এবং দু'দেশের সম্পর্ককে স্থিতিশীল করে।

    (ছাও ইয়ান হুয়া)