৩ মার্চ মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র গর্ডন জনড্রো বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে নতুন সংঘর্ষ ঘটার কারণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ চলতি বছর শেষ হওয়ার আগেই দু'পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা পরিত্যাগ করেন নি ।
তিনি বলেন, বুশ ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্য পরিত্যাগ করবেন না বরং তা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছেন ।
তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এ লক্ষ্য বাস্তবায়নের কারণ হলোএ শান্তি চুক্তি স্বাক্ষর ফিলিস্তিন ও ইসরাইল, মধ্য প্রাচ্য এবং বিশ্বের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ । মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিত্সা রাইস এদিন ওয়াশিংটন থেকে ইসরাইল ও ফিলিস্তিন সফরের উদ্দেশ্য রওয়ানা হয়ে গেছেন । সফরসূচী অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন সফরের আগে ৪ মার্চ তিনি কায়রোতে ফিলিস্তিন ও ইসরাইলের পরিস্থিতি নিয়ে মিশরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ।
(ছাও ইয়ান হুয়া)
|