৩ মার্চ ইকুয়েডর কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে।
এদিন ইকুয়েডরের এক কূটনৈতিক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়া সীমান্ত অতিক্রম করে সামরিক তত্পরতা চালিয়েছে যা গুরুতরভাবে ইকুয়েডরের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতার প্রতি হস্তক্ষেপের শামিল। এছাড়াও, কলম্বিয়া সরকার বিরোধী সংস্থার সঙ্গে ইকুয়েডরের চুক্তির স্বাক্ষরের যে কথা বলা হয়েছে, তা বানোয়াট। এ অবস্থার প্রেক্ষাপটে ইকুয়েডর কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
এদিন ভেনিজুয়েলা সরকার ভেনিজুয়েলায় কলম্বিয়ার রাষ্ট্রদূত ও সব কূটনীতিককে বহিষ্কার করার আদেশ দিয়েছে। এর আগে ভেনিজুয়েলা কলম্বিয়ায় নিজের দূতাবাস বন্ধ করে সংশ্লিষ্ট সকল কূটনীতিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে গেছে।
এদিন কলম্বিয়া সরকার বলেছে, ইকুয়েডর এবং ভেনিজুয়েলা দু'দেশের সঙ্গে কলম্বিয়ার সরকার বিরোধী সংস্থার " চুক্তি থাকার" ব্যাপারে কলম্বিয়া সরকার উদ্বিগ্ন। এ সংশ্লিষ্ট সকল প্রমাণ আমরিকান রাষ্ট্র সংস্থা এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে দাখিল করা হবে।--ওয়াং হাইমান
|