৩ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিং-এ সংবাদদাতাদের প্রশ্নোত্তরে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত নতুন প্রস্তাবের লক্ষ্য ইরানকে শাস্তি দেয়া নয় বরং আলোচনা পুনরায় শুরু করে নতুন দফা কূটনৈতিক চেষ্টা ত্বরান্বিত করা।
৩ মার্চ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত ১৮০৩ নম্বর প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে আবারো ইরানকে আপতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী বন্ধ করার পাশাপাশি অব্যাহতভাবে আই এ ই এ'র ভুমিকাকে সমর্থন করার কথা বলা হয়েছে, যাতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধান করা যায়।
ছিন কাং বলেন, কূটনৈতিক আলোচনা হচ্ছে ইরানের পরমাণু সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী এই ছ'টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে কূটনৈতিক চেষ্টা জোরদার করা এবং সৃজনশীল উপায়ে আলোচনা পুনরায় শুরু ত্বরান্বিত করার কথা বলেছেন। চীন সংশ্লিষ্ট পক্ষের প্রতি দায়িত্বশীল ও গঠনমূলক দৃষ্টিভঙ্গীতে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের সার্বিক, দীর্ঘমেয়াদী ও যথাযথ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। এর জন্য চীন অব্যাহতভাবে গঠনমূলক ভুমিকা পালন করে যাবে।
(খোং চিয়া চিয়া)
|