v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-03 21:14:19    
খেলার জগত্

cri

শুরুতেই ক্রিকেট অনূর্ধ ১৯ বিশ্বকাপ এখন ভারতের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়ে সিনিয়ররা জয় পেয়েছে কিন্তু শিরোপা পায়নি । কিন্তু যুবরা তখন আরেকটি বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতে নিয়েছে । যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বৃস্টির শিকার হয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরে গেল ভারতের কাছে মাত্র ১২ রানে । ভারতকে ৪৫.৪ ওভারে মাত্র ১৫৯ রানে ভারতের সবাইকে আউট করে দিলেও প্রথম শিরোপার স্বাদ পায় নি তারা । দক্ষিণ আফ্রিকা ৮.৪ ওভার খেলার পর বৃস্টিতে বন্ধ হয়ে যায় খেলা । পরে তাদের সামনে নতুন লক্ষ্য বেঁধে দেয়া হয় ২৫ ওভারে ১১৬ । বিন্তু ৮ উইকেটে ১০৩ রান তুলতেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা যুব দলের ২৫ ওভার । বৃস্টি থেমে যাওয়ার পর নির্ধারিত নতুন লক্ষ্যে ৯৮ বলে তাদের দরকার ছিল ৯৯ রানের । হাতে ছিল সাত উইকেট । তার পর ও তারা জিততে পারে নি । এ ম্যাচে ৫ ওভারে ২ মেডেনসহ ৭ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন অজিতেশ আরগাল ।আবারও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ২০৫ রানে তারা হেরে গেছে। এদিকে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট জুটির ৫৩ বছরের ঐতিহাসিক রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড করেছে। ভারতের পঙ্কজ রায় এবং ভিনো মানকরের গড়া ৪১৩ রানের এতদিন যে রেকর্ডটি ছিল। সেই রেকর্ডটি ভেঙ্গেই দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেন্জি এবং গ্রায়েম স্মিথ করলেন নতুন বিশ্ব রেকর্ড। ৪১৩ রানকে টপকে তারা করলেন ৪১৫ রান। এ রেকর্ডের জন্য বাংলাদেশসহ চট্টগ্রামের মাঠও নথি ভুক্ত হয়ে থাকলো ইতিহাসের পাতায়। ম্যাকেন্জি শাহাদতের বলে আউট হওয়ার আগে পর্যন্ত ২২৬ রান করেন। স্মিথ ২৩২ রান পর রাজ্জাকের বলে আউট হন।
শীর্ষ ১০ উদ্বোধনি জুটির রেকর্ড
১৯৮৯ সালে শ্র্রীলংকার আতাপাত্তু ও জয়াসুরিয়া ক্যান্ডিতে ৩৩৫ করেন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার স্মিথ ও গিবস বার্মিংহে

১৯৪৮ সালে ইংল্যান্ডের হাটন ও ওয়াশ ব্রুক জোহানেসবার্গে ৩৫৯ রান করেন।

    ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার স্মিথ ও গিবস আবারও কেপটাউনে ৩৬৮ রান করেন।

    ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার লরি ও সিমসন ব্রাইটনে করেন ৩৮২ রান।

    ১৯৭২ সালে নিউজিল্যান্ডের টারনার ও জারভিস জর্জটাউনে করেন ৩৮৭ রান।

    ২০০৬ সালে ভারতের শেবাগ ও দ্রাবিড় লাহোরে করেন ৪১০ রান। ১৯৫৬ সালে ভারতের ভিনু মিনকড় ও পঙ্কজ রায় চেন্নাইতে করেন ৪১৩ রান।

    আর এবার সেই রেকর্ড ভেঙ্গে দক্ষিণ আফ্রিকা করলো ৪১৫ রান।

    এদিন বাংলাদেশের জন্যও একটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আর এটি করেছেন অভিজ্ঞ বোলার মোহাম্মদ রফিক। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে এটাই তার জীবনের শেষ ক্রিকেট টেস্ট খেলা। এবং তিনি এ খেলাটিকে স্মরণীয় করে রাখতে চান একটি রেকর্ডের মধ্য দিয়ে। করলেনও তাই। আগের করা ৯৮টি টেস্ট উইকেটের সঙ্গে ২ উইকেট যোগ করে শততম উইকেট প্রাপ্তির স্বপ্ন পুরন করলেন। তার ওয়ানডে ক্যারিয়ারেও রয়েছে শততম উইকেট। ৩৩তম টেস্টে তিনি ৪০.৭৬ গড় রান দিয়ে শততম উইকেট লাভ করেন। ১২৫টি ওয়ানডেতে ৩৭.৯১ গড় রান দিয়ে পেয়েছেন ১২৫ উইকেট। জয়তু মোহাম্মদ রফিক।

    একই দিন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনও তার ২০তম টেস্টে শততম উইকেট লাভ করেছেন।

    প্রথম টেস্টের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। খেলতে নেমে তাদের উদ্বোধনি জুটি স্মিথ ও ম্যাকেন্জি একটানা খেলে বিশ্ব রেকর্ড করে ৭ উইকেটে ৫৮৩ রান তুলে ডিক্লেয়ার করে। পরে বাংলাদেশ খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতার পর সাকুল্যে ৯ উইকেটে মাত্র ২৫৯ রান তুলে তাদের খেলা শেষ করে। ইনিংস পরাজয়ের গ্লানি নিয়ে প্যাভেলিয়নে ফিরে যায়। উল্লেখ্য যে আফতাব আহত হওয়ায় তিনি শেষ পর্যন্ত খেলতে পারেন নি।

এশিয়া কাপ

    শুক্রবার পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচি ঘোষণা করেছে। এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫শে জুন। ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ ইতোমধ্যেই টুর্নামেন্টে অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়াও এবারের টুর্নামেন্টে আরো অংশ নেবে হংকং ও সংযুক্ত আরব আমিরাত।

ফুটবল

    কার্লিং কাপে চেলসিকে হারিয়ে হুয়ান্দে রামোসের টটেনহাম হটস্পার্স চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শুরুতে পিছিয়ে পড়েও ব্লুজদের ২-১ গোলে হারিয়ে লীগ কাপে নিজেদের চতুর্থ শিরোপার স্বাদ পায় স্পার্সরা। সর্বশেষ ১৯৯৯ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেটিই ছিল বড় কোন আসরে তাদের শিরোপা জেতা।

টেনিস

    অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা চ্যাম্পিয়ন

    দুর্দান্ত এক প্রতিযোগিতার মধ্য দিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিয়ে নিয়েছেন রাশিয়ান সুপার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ধারাবাহিক অপরাজিতার ধারা তিনি ধরে রেখেছেন কাতার ওপেনেও। স্বদেশি ভেরা ভনারেভাকে ৬-১, ২-৬ এবং ৬-২ নেটে হারিয়ে চলতি বছর দ্বিতীয় শিরোপা জিতে নিয়েছেন তিনি। একজন অবাছাই খেলোয়াড় হিসেবে ভনারেভা শারাপোভার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আগামী সপ্তাহে শারাপোভা দুবাই ওপেনে অংশ নেবেন।