v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-03 20:08:35    
চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে

cri

    চীনের একাদশ জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম বার্ষিক সম্মেলন ৩ মার্চ বিকেলে পেইচিং মহা গণ ভবনে শুরু হয়েছে ।

    চীনের বিভিন্নজায়গা থেকে আগত প্রায় দু হাজার সদস্য চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একাদশ কমিটির প্রথম বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন । হু চিনথাও , উ পাংকো , ওয়েন চিয়াপাও ও চিয়া ছিংলিন সহ পার্টি ও রাষ্ট্রের নেতৃবৃন্দগণউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন দশমরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির পক্ষ থেকে কার্যবিবরনী দিয়েছেন । তিনি গত ৫ বছরের কাজকর্ম ও অভিজ্ঞতার সারসংকলন করেছেন এবং নতুন রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কর্মকান্ডেরজন্য প্রস্তাব পেশ করেছেন । তিনি বলেন , গত ৫ বছরে আমরা "একাদশ পাঁচ শালা কার্যক্রম" প্রণয়ন ও কার্যকর, সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলা , সার্বিক নিয়ন্ত্রণ জোরদার , সমাজতান্ত্রিক নতুন গ্রাম , নতুন স্টাইলের রাষ্ট্র ও সম্পদ সাশ্রয় এবং সুপরিবেশযুক্তসমাজ গড়ে তোলাসহ নানা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব পেশ করেছি ।

    চীনের বিভিন্ন পার্টি, দল ও গোষ্ঠীএবং বিভিন্ন জাতি বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের যৌথভাবে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা এবং এতে অংশ নেয়ার সর্বোচ্চ পরামর্শ, ও উপদেষ্টা সংস্থা হিসেবে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন চলাকালে সদস্যরা রাষ্ট্রের মূলনীতি ও জনগণের মনোযোগী স্পর্শকাতর সমস্যা সম্পর্কে মতামত ও প্রস্তাব পেশ করতে পারেন । কার্যবিবরণীতে চিয়া ছিংলিন জানান , গত ৫ বছরে দশম জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটি মোট ২৩ হাজার প্রস্তাব ও ৬৬০০টি চিঠি গ্রহণ করেছে । এ সম্পর্কে সম্মেলনেরসদস্য, সাং হাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন ইনস্টিটিউটের ওয়াংসি বলেন , গত কয়েক বছরে এক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে । সম্পদ সাশ্রয় এবং নিঃসরণ কমিয়ে দেয়া সম্পর্কে রাষ্ট্রীয় পরিষদ যে ধারাবাহিক দলিল প্রকাশ করেছে সেগুলোতে সম্পদ সাশ্রয় ও নিঃসরণ সম্পর্কে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে । লক্ষ্যটি সারা দেশে কার্যকর হচ্ছে ।

1 2