৩ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে বলেন, সম্প্রতি ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালানোর কারণে ব্যাপক সংখ্যক ফিলিস্তিনী হতাহত হওয়ায় চীন এর ওপর সজাগ দৃষ্টি রাখছে এবংএ কারণে ফিলিস্তিন - ইসরাইল শান্তি আলোচনার ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাবে উদ্বেগ প্রকাশ করে ।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেন, চীন ইসরাইলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় এবং আশা করে, ইসরাইল ও ফিলিস্তিন সংযম বজায় রেখে চলমান পরিস্থিতির আরও অবনতি এড়াতে সক্ষম হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|