v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-03 19:17:22    
চীনের নতুন জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম বার্ষিক অধিবেশন শুরু

cri
    চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির প্রথম অধিবেশন ৩ মার্চ বিকেলে রাজধানী পেইচিংয়ে শুরু হয়েছে । জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কার্যমেয়াদ পাঁচ বছর স্থায়ী হয় । এবারের অধিবেশন এ সংস্থার গত কার্যমেয়াদ শেষ হওয়ার পর নতুন পরামর্শ সম্মেলনের প্রথম বার্ষিক অধিবেশন । চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের নেতা হু চিন থাও , উ পাং কোও , ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিন এ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    আজকের অধিবেশনে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন চীনের বিভিন্ন রাজনৈতিক দল , সংগঠন , জাতি ও মহল থেকে আসা ২ হাজার ১৯৫জন সদস্যের উদ্দেশ্যে পরামর্শ সম্মেলনের কার্যবিবরণী দাখিল করেন । তিনি বলেন , গত পাঁচ বছরে দশম জাতীয় পরামর্শ সম্মেলন দেশের কেন্দ্রীয় কাজক্রমকে নিবিড়ভাবে কাজে লাগিয়ে ইতিবাচকভাবে রাজনৈতিক পরামর্শ , গণতান্ত্রিক তত্ত্ববধান এবং রাজনৈতিক কর্মকান্ডে শরীক হওয়ার দায়িত্ব পালন করে সার্বিকভাবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক , রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক গঠনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । আগামী পাঁচ বছরের কাজকর্ম সম্পর্কে চিয়া ছিং লিন বলেন , নতুন পরামর্শ সম্মেলনকে দৃঢ়ভাবে সংহতি ও গণতন্ত্র – এ দুই প্রধান বিষয়কে তুলে ধরতে হবে , ইতিবাচকভাবে রাজনৈতিক পরামর্শের কাজ চালাতে হবে , গণতান্ত্রিক তত্ত্ববধান ব্যবস্থা সুসংহত করতে হবে , রাজনৈতিক কর্মকান্ডে শরীক হওয়ার কার্যকারিতা উন্নত করতে হবে এবং এ সংস্থার দায়িত্ব পালনের প্রথাগতকরণ ও বিধিকরণ ত্বরান্বিত করতে হবে ।

    জানা গেছে , এবারের অধিবেশন ১১দিন চলবে । অধিবেশনে চেয়ারম্যানসহ নতুন জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নেতৃবৃন্দ নির্বাচন করা হবে । পরামর্শ সম্মেলনের সদস্যরা আগামী ৫ মার্চ শুরু হওয়া জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অংশ নেবেন । অধিবেশন চলাকালে তারা সরকারের কাজকর্ম সম্পর্কিত প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন ও প্রস্তাব উত্থাপন করবেন । (শি চিং উ)