 ২ মার্চ ভোরে মধ্য চীনের হোনান প্রদেশ থেকে আসা জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা ট্রেনে করে সর্বপ্রথমে রাজধানী পেইচিংয়ে এসেছেন । তারা আগামী ৫ মার্চ অনুষ্ঠেয় চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে অংশ নেবেন । তারপর হেইলুং চিয়াং , হুপেই , চিয়াং সু , হুনান , চিলিন ও আনহুই প্রদেশের প্রতিনিধিদলও পর পর পেইচিংয়ে পৌঁছেছে ।
উল্লেখ্য যে , জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা হিসেবে দেশের আইন প্রণয়ন করে এবং দেশের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করে । জাতীয় গণ কংগ্রেসের কার্যমেয়াদ ৫ বছর । একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিদের সংখ্যা ২৯৮৭ । হু চিন থাও , উপাং কোও ও ওয়েন চিয়া পাওসহ চীনের শীর্ষ নেতারা বিভিন্ন নির্বাচনী ইউনিটে প্রতিনিধি নির্বাচিত হন । পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহদলীয় সহংযোগিতা ও রাজনৈতিক পরামর্শের গুরুত্বপূর্ণ সংস্থা – চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নিয়মিত বার্ষিক অধিবেশনও আগামী ৩ মার্চ শুরু হচ্ছে । এ পর্যন্ত এ সম্মেলনের ২ হাজার ২ শ'রও বেশি সদস্যও পর পর পেইচিংয়ে উপস্থিত হয়েছেন ।
|