২৪ মার্চ পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র অগ্নিশিখা গ্রীসের অলিম্পিয়াডের ধ্বংসাবশেষে প্রজ্বলিত হবে। গ্রীস সিদ্ধান্ত নিয়েছে যে, অলিম্পিয়াডে অগ্নিশিখা জ্বালানোর পর প্রথম মশালধারী ব্যক্তি হবেন একজন চীনা।
জানা গেছে, ২৪ মার্চ নারী যাজক মশাল জ্বালানোর পর মশালটি গ্রীসের একজন শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে তুলে দেবেন। এই খেলোয়াড় মশালটি অলিম্পিয়াডের ধ্বংসাবশেষের দরজা পর্যন্ত এসে একজন চীনা ব্যক্তির কাছে মশালটি হস্তান্তর করবেন। তিনি মশাল নিয়ে ধ্বংসাবশেষের স্থান থেকে অলিম্পিয়াডের পৌর সরকার হল পর্যন্ত দৌঁড়াবেন।
আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাসে এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসের আয়োজক দেশের মশালধারী প্রথম মশাল র্যালিতে অংশ নিচ্ছে। জানা গেছে, গ্রীস পেইচিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়কে অগ্নিশিখা হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে। তারা জলপাইয়ের শাখা হাতে নিয়ে মশাল র্যালির সহায়ক দৌঁড়বিদ হবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|