১৯৭৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চীনের ১০ লাখ ৬৭ হাজার ছাত্রছাত্রী বিভিন্ন দেশে পড়তে গেছে । তাদের মধ্যে ২ লাখ ৭৫ হাজার ছাত্রছাত্রী স্বদেশে ফিরে এসেছে । শনিবার পেইচিংয়ে আয়োজিত চীনের ১৩তম আন্তর্জাতিক শিক্ষামূলক ভ্রাম্যমাণ প্রদর্শনী সূত্র থেকে এ তথ্য জানা গেছে ।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের মহাপরিচালক মাদাম চাং সিউ ছিন জানিয়েছেন , বিদেশে চীনা ছাত্রছাত্রীদের পাঠানোর নীতি হচ্ছ তাদের সহায়তা করা , তাদেরকে স্বদেশে ফিরতে উত্সাহিত করা এবং আসা-যাওয়ার স্বাধীনতা নিশ্চিত করা । এ নীতির আলোকে চীন সরকার যেমন বিভিন্ন দেশে লেখাপড়া করা ছাত্রছাত্রীদের নানা ধরণের সাহায্য করে থাকে , তেমনি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে স্বদেশে ফিরে আসা ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দিয়ে থাকে । পাশাপাশি গত কয়েক বছরে আরো বেশি সংখ্যক বিদেশী ছাত্রছাত্রীরাও বিভিন্ন বিষয় পড়ার জন্যে চীনে এসেছেন । ২০০১ সাল থেকে ২০০৬ সালের মধ্যে তাদের সংখ্যা বৃদ্ধির হার বেড়ে ২০ শতাংশে উন্নীত হয়েছে ।
|