১ মার্চ পেইচংয়ে চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের প্রায় চারশ' প্রতিনিধি চীনের রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের কার্যবিবরণী শুনেছেন । কার্যবিবরণী থেকে প্রতিনিধিরা চীনের সার্বিক অর্থনীতি ও সামাজিক উন্নয়নের অবস্থানসম্পর্কে জানতে পেরেছেন ।
চীনের কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরো এবং সর্বোচ্চ গণ আদালত ও সর্বোচ্চ গণ অভিসংশক সংস্থা যথাক্রমে লিখিতভাবে কার্যবিবরণী উত্থাপন করেছে ।
জানা গেছে , জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি কর্তৃক সংশ্লিষ্ট সরকারী সংস্থার কার্যবিবরণী শোনা বহু বছরের নিয়ম । এটা প্রতিনিধিদের সরকারী ও রাজনৈতিক বিষয়গুলো জানতে ও এতে অংশ নিতে এবং জাতীয় গণ কংগ্রেসেরঅধিবেশেনে অংশ নেয়ার প্রস্তুতি জন্য সহায়ক হবে ।--চুং শাওলি
|