২৯ ফেব্রুয়ারী তানজানিয়া সফররত আন্তর্জাতিক তহবিল সংস্থার কর্মকর্তা ডোমিনিক স্ট্রাউস কান বলেছেন, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আফ্রিকান দেশগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করলে কৃষি ক্ষেত্রের পুঁজি বিনিয়োগকে উপেক্ষা করা উচিত না ।
তিনি বলেন, খাদ্য ও তেলের দাম বাড়ার কারণে আফ্রিকার অনেক দেশ মুদ্রাস্ফীতির হুমকির সম্মুখীন হচ্ছে । দক্ষিণ আফ্রিকার দেশগুলো প্রচুর তেল সম্পদ থাকার কারণে সেসব দেশের সরকার প্রধানত এ ক্ষেত্রের সম্পদ অনুসন্ধানকে গুরুত্ব দিয়ে দেখে এবং অন্য ক্ষেত্রে বিশেষ করে কৃষি ক্ষেত্রের পুঁজি বিনিয়োগকে উপেক্ষা করে । তবে কৃষি উন্নয়নই হতে পারে আফ্রিকান দেশগুলোর মুদ্রাস্ফীতি প্রতিরোধের কার্যকর পদ্ধতি ।
তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘকালীন অবস্থা দৃষ্টে আফ্রিকান দেশগুলোর অর্থনীতির ভারসাম্যের উন্নয়ন নিয়ে আরও বেশি চিন্তাভাবনা করা উচিত । উল্লেখ যে, তানজানিয়া হল স্ট্রাউস কানের আফ্রিকা সফরের সর্বশেষ দেশ ।
(ছাও ইয়ান হুয়া)
|