পাকিস্তানের একজন সরকারী কর্মকর্তা ২৯ ফেব্রুয়ারী বলেছেন, এদিন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বিস্ফোরণে নিহতদের সংখ্যা ৩৫জনে দাঁড়িয়েছে । এছাড়াও বিস্ফোরণে৬২জন আহত হয়েছে ।
নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেন , এটা একটা আত্মঘাতী বিস্ফোরণ ঘটনা । বিস্ফোরণের সময় শতশত লোক উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সোয়াত উপত্যকার মিংগোরা জেলায় আঞ্চলিক পুলিশ কর্মকর্তা জাভেদ ইকবাল মাস্তিখেলের অন্তেষ্টিক্রিয়ায় উপস্তিত ছিরেন । জনসাধারণের মধ্যে লুক্কিয়ে থাকা হামলাকারী বোমারবিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, এ দিন সকালে উত্তর পশ্চিমাঞ্চলীয়প্রদেশের রাজধানী পেশওয়ার থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণে তার দায়িত্ব পালনের সময় জাভেদ দূর নিয়ন্ত্রিত বোমার হামলার শীকার হন । ঘটনাস্থলেই জাভেদসহ ৪জন পুলিশ নিহত এবং অন্য দুজন আহত হন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংস্থা এ হামলার দায়িত্ব স্বীকারকরেনি । নিরাপত্তাবাহিনী মিংগোরার ঘটনাস্থলটি অবরোধ করে রেখেছে ।--চুং শাওলি
|