পূর্ব চীনের ১৮তম আমদানি-রপ্তানি পণ্য মেলা ১ মার্চ সাংহাই শহরের নতুন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে । ৩৫০০টি দেশী-বিদেশী শিল্পপ্রতিষ্ঠান ৫ দিনব্যাপী এ আমদানি-রপ্তানি পণ্য মেলায় অংশ নিচ্ছে । মোট এক লাখ বর্গমিটার আয়তনের এই পণ্য মেলা প্রধানত হালকা শিল্পের বস্ত্রজাত দ্রব্য প্রদর্শিত একটি বৈদেশিক বাণিজ্য মেলা ।
বর্তমানের এই পণ্য মেলায় বিশেষভাবে আমদানিকৃত পণ্যদ্রব্যের জন্য১৮৮টি ষ্টল রয়েছে । মূলভূভাগের বাইরের যে ১৪৬টি শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে সেগুলো হল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান , দক্ষিণ কোরিয়া ও চীনের হংকং ও তাইওয়ানসহ ৮টি দেশ ও অঞ্চলের।
মেলাটি চীনের সাংহাই , চিয়াংসু, চেচিয়াং, আনহুই, ফুচিয়েন , চিয়াংসি, সানতুং, নানচিং, নিংপো সহ ৯টি প্রদেশ ও শহরের যৌথউদ্যোগে আয়োজিত হয়েছে । --চুং শাওলি
|