ইইউ'র বাণিজ্য সদস্য পিটার ম্যান্ডেলসন ২৯ ফেব্রুয়ারী বলেছেন , দীর্ঘসময় ধরে সমাধান না হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনার ভবিষ্যত এখন শংকার মুখে ।
এদিন লেসোথোয় সবচেয়ে অনুন্নত দেশগুলোর বাণিজ্য মন্ত্রী সম্মেলনে অংশ নেয়ার সময় ম্যান্ডেলসন বলেছেন , দোহা রাউন্ড আলোচনা এখন বিরাট ঝুঁকির সম্মুখীন । কৃষি ও অকৃষি পণ্যদ্রব্যের বাজারে প্রবেশের সমস্যার ব্যাপারে উন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিরাট মতানৈক্য রয়েছে বলে বেশ কয়েক বছর ধরে দোহা রাউন্ড আলোচনায় এ পর্যন্ত কোন চুক্তি স্বাক্ষরিত হয় নি । ফেব্রুয়ারীর প্রথম দিকে বিশ্ব বাণিজ্য সংস্থা একটি নতুন প্রস্তাব দেয় , তবে ইইউ'র সদস্য দেশগুলোর মধ্যে ২০টি দেশ এ প্রস্তাবের বিরোধীতা করে ।
ম্যান্ডেলসন সতর্ক করে বলেছেন , এ আলোচনা ব্যর্থ হওয়া মানে বিশ্বব্যাপী বাণিজ্য আলোচনার প্রথম ব্যর্থতা । তা বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে একটি সতর্ক সংকেত । বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট পক্ষগুলো চলতি বছরের শেষ নাগাদ এ আলোচনা সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে । (শুয়েই ফেই ফেই)
|