ইউরোপীয় পার্লামেন্টের কূটনীতি কমিশনের সদস্য নির্জ ডেভা সম্প্রতি সুদানের দারফুর সমস্যার সমাধানে চীনের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন , চীন সরকারের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধির দারফুর সফর খুবই গুরুত্বপূর্ণ ।
ডেভা বলেছেন , লিউ কুই চিনকে চীন সরকারের দারফুর সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা এবং এ অঞ্চলে তাঁর বার বার সফর থেকে বুঝা যায় , চীন একটি দায়িত্বশীল দেশ এবং দারফুর অঞ্চলের সমস্যা সমাধানের জন্য মানবিক দায়িত্ব বহন করতে ইচ্ছুক । (শুয়েই ফেই ফেই)
|