জাতিসংঘের একজন কূটনীতিক ২৯ ফেব্রুয়ারী জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সর্বশেষ খসড়ার ওপর ভোটদানের সময় পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নাম-প্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিক বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ মার্চ ভোট দানের কথা ছিল। কিন্তু তা ৩ মার্চ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। এর কারণ হচ্ছে প্রস্তাবের উত্থাপনকারী রাষ্ট্র বৃটেন ও ফ্রান্স আশা করে, অস্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে এ প্রস্তাব নিয়ে আরো দীর্ঘ সময় আলোচনা করতে পারবে, যাতে নিরাপত্তা পরিষদের ভোটদানের সময় নিজেদের পক্ষে আরো বেশি ভোট পড়ে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|