চীন সরকার ৩৩ কোটি ইউয়ান ব্যয়ে তিব্বতের পোতালা প্রাসাদ, শিগেটস মন্দির ও নোবুলিংকা এ তিনটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের পর আগামী ৩ বছরের মধ্যে চীন আরও ৫৭ কোটি ইউয়ান ব্যয়ে তিব্বতের আরও ২২টি সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ করবে ।
তিব্বতের সাংস্কৃতিক উত্তরাধিকার ব্যুরোর প্রধান ইউ তা ওয়া সংবাদদাতাদের সঙ্গে এক সাক্ষাত্কারে এ কথা বলেন । জানা গেছে, ২২টি সাংস্কৃতিক উত্তরাধিকারের মধ্যে রয়েছে থাশিলহুনপো মঠ ও তাচাও মন্দিরসহ গুরুত্বপূর্ণ মন্দির ও প্রাচীনকালের বিভিন্ন রাজবংশের কেন্দ্রীয় সরকারের তিব্বতে নির্মাণ করা পুরাকীর্তিসমূহ । এ প্রকল্পের কাজ চলতি বছর শুরু হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|