২৯ ফেব্রুয়ারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হোয়াইট হাউস সফররত ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ শেফারের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকের পর বুশ সংবাদমাধ্যমকে জানান, আফগানিস্তানে ন্যাটোর দায়িত্বকে যুক্তরাষ্ট্র সমর্থন করে । তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানদের নিরাপত্তা, সমৃদ্ধ অর্থনীতি ও রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে একটি সার্বিক পরিল্পনা প্রণয়ন করবে ।
জাপ দ্য হুপ শেফার বলেন, ন্যাটোর আফগানিস্তানে সৈন্য মোতায়েনের উদ্দেশ্য আফগানিস্তানকে সাহায্য করা এবং সন্ত্রাসবাদের ওপর আঘাত হানা বলে আফগানিস্তানে ন্যাটোর উদ্দেশ্য ব্যর্থ হবে না ।
(ছাও ইয়ান হুয়া)
|