২৮ ফেব্রুয়ারী মার্কিন অর্থনীতির নিম্ন গতির কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ । অর্থনীতি তেজি করার জন্য নতুন করে কোনো পদক্ষেপ তিনি নেবেন না।
এদিন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, অনেকই মার্কিন সরকারকে অর্থনীতি তেজি করার জন্য পদক্ষেপনেয়ার তাগিদ দিয়েছেন। তবে তিনি মনে করেন, মার্কিন সরকারের উচিত সম্প্রতি অর্থনীতি চাঙ্গা করার জন্য গৃহীত গুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন।
সর্বশেষ একটি অর্থনৈতিক পরিসংখ্যান থেকে জানা গেছে, মার্কিন রিয়েল এস্টেট বাজারও নিম্নমুখী । অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ব্যাপকভাবে কমেছে। গত বছর চতুর্থ তৃতীয়াংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র ০.৬ শতাংশ ।--ওয়াং হাইমান
|