চীনে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হাইলেকিরোস গিসিসি ২৮ ফেব্রুয়ারী পেইচিংয়ে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে চীন ইথিওপিয়ায় কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এতে যারা চীনা ভাষা শিখতে চায় এমন স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা হবে।
তিনি বলেন, ইথিওপিয়ায় চীনা ভাষা পড়ানোর মাধ্যমে এখনও পূর্ণাঙ্গ নয়। দেশটিতে কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের জন্য ইথিওপিয়া চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা করছে।
তিনি আরো বলেন, ইথিওপিয়ায় বসবাসকারী চীনাদেরকে স্থানীয় অধিবাসীরা বেশ সম্মান করে। কারণ চীন আফ্রিকার বহু দেশকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিল। বর্তমান চীন ও আফ্রিকার সমৃদ্ধিও আর্থ-বাণিজ্যিক যোগাযোগের কারণে ইথিওপিয়রা চীনা ভাষা শিখতে আগ্রহী হয়ে উঠেছে।--ওয়াং হাইমান
|