চলতি বছর চীনের তিন গিরিখাত প্রকল্পে ৩৫ লাখ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন ইউনিট চালু হবে।সম্প্রতি চীনের ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্প উন্নয়ন সংক্রান্ত সাধারণ কোম্পানি সূত্রে এ খবর জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২৬টি ৭ লাখ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন ইউনিট সার্বিকভাবে চালু হবে। এ পর্যন্ত মোট ২১টি ইউনিট কাজ শুরু করছে।
এ বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে তিন গিরিখাত প্রকল্পের বিদ্যুত্ ইউনিটের মোট উত্পাদনের পরিমাণ হবে ১.৮২ কোটি কিলোওয়াট, যা সারা দেশের ১০ শতাংশ চাহিদা মেটাবে বলে ধারণা করা হচ্ছে।
তিন গিরিখাত বিশ্বের সবচেয়ে বড় জলসেচ প্রকল্প। এটি চীনের মধ্যাঞ্চলের হু পেই প্রদেশের ই ছাং শহরে অবস্থিত। প্রকল্পটি বন্যা প্রতিরোধ, বিদ্যুত্ উত্পাদন এবং বিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে । --ওয়াং হাইমান
|