২৮ ফেব্রুয়ারী নেপাল সরকার সেদেশের দক্ষিণাঞ্চলে মাধেশি আন্দোলনের অবসান ঘটাতে তাদেরকে স্বায়ত্তশাসন দিতে রাজি হয়েছে। 'গণতান্ত্রিক ঘটাতে মাধেশি যুক্ত-ফ্রন্ট'-এর সঙ্গে নেপাল সরকার ৮দফা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে তাদের ১৬ দিনব্যাপী ধর্মঘটের অবসান ঘটেছে।
জানা গেছে, নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং 'গণতান্ত্রিক মাধেশি যুক্ত-ফ্রন্ট'-এর প্রধান নেতা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির প্রধান বিষয়গুলো হচ্ছেঃ জাতিগত মাধেশি ও অন্য জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল স্থাপন করা, যাতে সকল দুর্বল ও ক্ষুদ্র জাতিসত্ত্বা বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক সংস্থায় সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। দক্ষিণাঞ্চলে তেরাই সমভূমির সকল মাধেশি সশস্ত্র সংস্থার সঙ্গে আলোচনা করা, যাতে ২০০৭ সালের আগস্ট মাসে মাধেশিদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করা যায়।
১৩ ফেব্রুয়ারী 'গণতান্ত্রিক মাধেশি যুক্ত-ফ্রন্ট' স্বায়ত্তশাসনের দাবিতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। টানা ধর্মঘটে নেপালের দক্ষিণাঞ্চল অস্থির হয়ে পড়ে এবং নেপালের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
(খোং চিয়া চিয়া)
|