সুদানের কূটনীতি বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী সামানি আল-ওয়াসিলা ২৮ ফেব্রুয়ারী খার্তুমে বলেন, সুদান সরকার দারফুর সমস্যার সমাধান দ্রুততর করার জন্য যথাসাথ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিন চীনের তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে ওয়াসিলা বলেন, সুদান সরকার যে কোন সময় ও যে কোনো স্থানে সরকার বিরোধি সংস্থার সঙ্গে বৈঠক অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে। এই অবস্থান কখনও পরিবর্তিত হবে না। তিনি বলেন, উন্নয়ন বাস্তবায়ন করা হচ্ছে দারফুর সংঘর্ষের অবসান ঘটানোর চাবিকাঠি। তিনি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সর্বাত্মক চেষ্টা চালানোর আহবান জানিয়েছেন।
ওয়াসিলা বলেন, চীন হচ্ছে সুদানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমান কিছু কিছু দেশ সুদানের উন্নয়নের প্রক্রিয়ায় চীনের অংশগ্রহণকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে। তাদের অপচেষ্টা সফল হলে সুদান তার প্রাকৃতিক জ্বালানীসম্পদ ব্যবহার করতে পারবে না এবং চিরকাল দুর্বল হয়ে থাকবে। (লিলি)
|