২০০৭ সালের পর ছোং ছিং শহরের জলসেচ ব্যুরো মোট ৪৭ কোটি রেনমিনপি বরাদ্দ করে পানীয় জলের নিরাপত্তা প্রকল্প চালু করেছে। এর আওতায় গ্রামাঞ্চলে মোট ৫২ হাজার পাঁচ'শটি পানীয় জলের নিরাপত্তা প্রকল্প প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৫ লাখ ২০ হাজার গ্রামবাসীরপানীয় জল সমস্যার সমাধান হয়েছে।
*চিয়াং সু প্রদেশের খাদ্যশস্য ও ওষুধ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা গেছে, চিয়াং সু প্রদেশ প্রথমবারের মতো প্রদেশ, শহর, জেলা, মহকুমা ও গ্রাম এ পাঁচটি পর্যায়ে খাদ্যশস্যের নিরাপত্তা তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তোলার পর এ পর্যন্ত সকল মহকুমায় খাদ্যশস্যের নিরাপত্তা বিষয়ক কর্ম অফিস প্রতিষ্ঠিত হয়েছে। সকল প্রশাসনিক গ্রামে দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করা হয়েছে। (লিলি)
|