২৯ ফেব্রুয়ারী শ্রীলংকার রাজধানী কলোম্বোয় একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮জন আহত হয়েছে। শ্রীলংকার সামরিক বাহিনী বলেছে, সরকার বিরোধি এল টি টি ই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

শ্রীলংকার সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, এ দিন গোপন সূত্রে খবর পেয়ে অনুযায়ী শ্রীলংকার পুলিশ কলোম্বোর উত্তরাঞ্চলে একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় একজন পুরুষ নিজের শরীরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ৪জন পুলিশ ও ৪জন বেসামরিক লোক এতে আহত হয়। এরপর পুলিশ বাড়ি থেকে কিছু গোলা বারুদ উদ্ধার করে এবং বিস্ফোরণটি এলটিটিই যে ঘটিয়েছে তার পক্ষে প্রমাণ সংগ্রহ করে।
(খোং চিয়া চিয়া)
|