গণ প্রজাতন্ত্রী কঙ্গোয় চীনের অষ্টম কৌশলগত শান্তিরক্ষী বাহিনীর প্রথম দলের ৮০ জন সৈন্য এবং চিকিত্সা দলের ২০ জন সৈন্য ২৯ ফেব্রুয়ারী বিমানযোগে কঙ্গোয় পৌঁছে তাদের আট মাসব্যাপী শান্তিরক্ষার দায়িত্ব পালন শুরু করেছেন।
জাতিসংঘ গণ প্রজাতন্ত্রী কঙ্গোর শান্তিরক্ষী কার্যক্রমে অংশ নেয়ার পর এটি হচ্ছে চীনের সপ্তম দল। কৌশলগত বাহিনী এবং চিকিত্সা দলসহ মোট সদস্য সংখ্যা ২১৮ জন। কৌশলগত বাহিনীর ১৭৫ জনের প্রধান দায়িত্ব হলো সড়ক, সেতু ও শিবির নির্মাণ এবং বিমান বন্দর এবং পানি ও বিদ্যুত্ সরবরাহ স্থাপনা মেরামত করা। চিকিত্সার শাখা দলের ৪৩ জনের দায়িত্ব হলো আহতদের চিকিত্সা করা এবং স্বাস্থ্য নিশ্চিত করা। (লিলি)
|