 ২৮ ফেব্রুয়ারী বিকালে বাংলাদেশের লঞ্চ রাজধানী ঢাকার উপকন্ঠে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় কমপক্ষে ৩৯জন নিহত হয়েছে। লঞ্চটির ৩০রও বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
বাংলাদেশের পুলিশ জানিয়েছে, লঞ্চটি ঢাকা থেকে ৩০ কিলোমিটারেরও বেশি দূরে মুন্সীগঞ্জ জেলায় যাচ্ছিল। স্থানীয় সময় বিকালে ৩টার দিকে লঞ্চটি রওয়ানা হওয়ার পর পরই একটি বালু বাহী ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
উদ্ধারকারীরা এ পর্যন্ত ৩৯টি লাশ উদ্ধার করেছে। ডুবে লঞ্চটিও তোলা হয়েছে।
(খোং চিয়া চিয়া)
|