প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি।
বাংলাদেশের বগুড়া জেলার ডাকাহার বেতার বন্ধু সংসদের সভাপতি মো: ওমর ফারুক আমাদের অনুষ্ঠানে কনক চাঁপার কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: আমি পালাবো কোথায়, তুমি ছাড়া থাকতে পারি না, মরতে গেলেও তোমার ছোঁয়া পাই। আচ্ছা, চলুন, সবাই একসঙ্গে গানটি শুনুন।
ভারতের পশ্চিম বঙ্গের শর্ট ওয়েভ ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রদীপ কুমার বসাক আমাদের অনুষ্ঠানে কুমার শানুর কন্ঠে যে কোন একটি গান শুনতে আগ্রহী। আচ্ছা, আপনার অনুরোধ পূরণ করছি। আসুন, সবাই একসঙ্গে কুমার শানুর কন্ঠে "এ জীবনে মোরে যতো" গানটি শুনি।
বাংলাদেশের বরিশাল জেলার কাফেলা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি পি.এম.শফিকুল ইসলাম জিতু তাঁর চিঠিতে লিখেছে, আমি আপনাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের গাওয়া একটি গান শুনতে চাই। ওকে, প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হচ্ছে এন্ড্রু কিশোরের গাওয়া "ভালোবেসে গেলাম শুধু" গানটি। আশা করি, আপনাদের ভালো লাগবে।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের এ.এইচ.মোহাম্মদ গোলাম রসুল আমাদের অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো: "ও নদীরে একটি কথা সুধায় শুধু তোমারে বল কোথায় তোমার দেশ"। দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। তাই আমি সৈয়দ আব্দুল হাদীর গাওয়া "তোমার ঐ চোখের" গানটি শোনাচ্ছি।
কেমন লাগল? প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আগামী সপ্তায়। (লিলি)
|