v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-29 16:35:30    
হুয়াং লিতাই-এর কাহিনী

cri
    মাদাম হুয়াং লিতাই গ্রামে চার বছর ছিলেন । ১৪ বছর তিনি ডাক্তার ছিলেন এবং তার পরের ১৪ বছর ছিলেন শিল্পপতি। প্রথমে তিনি শুধু একটি পোশাক তৈরী কারখানার মালিক ছিলেন । এখন তিনি প্রাকৃতিক গ্যাস, স্থাবর সম্পত্তি, পরিবেশ রক্ষা প্রকল্প, রেস্তরাঁ ও সবুজ কৃষিসম্পন্ন একটি বড় আকার গ্রুপ কোম্পানি—-চিয়াংসু লি আনদা গ্রুপ কোম্পানির প্রেসিডেন্ট । তিনি বলেন ,অতিতের কথা স্মরণ করতে আমার ভাল লাগে না । যদি আগের অনেক কথা আপনার মনে থাকে, তাহলে আপনি আজকের আপনি নন ।

    ১৪ বছরের ডাক্তার কাজ ত্যাগ করে হুয়াং লিতাই এক নতুন কাজের দায়িত্ব নিয়েছেন।

    তাঁর ছোট বোন হংকং থেকে ফিরে এসে একটি যৌথ বিনিয়োগকারী পোশাক তৈরী কারখানা প্রতিষ্ঠা করেন । অভিজ্ঞ স্থানীয় পরিচালকের অভাবে কারখানাটি লোকসান হয়ে বন্ধের সম্মুখীন হয়ে পড়ে । তাই ছোট বোন হুয়াং লিতাইর কাছে সাহায্যের আবেদন জানালেন ।

    মাদাম হুয়াং লিতাই পাঁচ বোনের মধ্যে জ্যেষ্ঠ। তিনি বোনদের প্রধান অবলম্বন । পরিবারের সবাই বিশ্বাস করেন , বড় বোনের সাহায্যে সবই সমাধান হয়ে যাবে ।

    প্রথম দিন মাদাম হুয়াং লিতাই হংকং পক্ষের ব্যবস্থাপক হিসেবে একটি ভাঙগা কারখানার সামনে হাজির হলেন । সে দিন বৃষ্টি হচ্ছিল । বাইরে বেশি বৃষ্টি ভেতরে হালকা বৃষ্টি । ৮০-৯০জন শ্রমিকের মধ্যে কেউ কেউ ওয়ার্কশপে তরমুজের বীজ খাছিলেন । কেউ কেউ উনুনে মিষ্টি আলু সিদ্ধ করছিলেন এবং কেউ কেউ তাস খেলচ্ছিলেন । সবার মতে, কারখানাটি বন্ধ হয়ে যাবে । তারা কেউই এই অবস্থা পরিবর্তন করতে সক্ষম হবে না । তাদের এই বাস্তবতা গ্রহণ করতে হবে । তাই যখন এক মহিলা তাদের সামনে হাজির হন তখন তারা কেউই তেমন গুরুত্ব দেননি । তাদের মতে , স্থানীয় পরিচালক কারখানা চালাতে অক্ষম, হংকং পক্ষের পরিচালকও সক্ষম হবে না ।

    শ্রমিকরা তাকে বিশ্বাস করেন না । তবে তিনি নিজেকে বিশ্বাস করেন । যদিও তিনি কখনো শিল্পপ্রতিষ্ঠান চালান নি তবে তিনি জানেন কী ভাবে অন্য লোকের সঙ্গে যোগাযোগ করতে হয় । শ্রমিকরাই মানুষ, খরিদ্দারও মানুষ , মানুষদের কাজ ভালভাবে করলে শিল্পপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবে ভাল হবে ।

    ব্যবসা করা হুয়াং লিতাই-এর কাছে একটি নতুন কাজ । তাকে শুরু থেকে শিখতে হবে । তিন মাস পর তিনি নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন,শিখার ইচ্ছা সহ প্রচেষ্টা চালালে বিশ্বের সব কিছুই শিখে নিতে পারবে । রোগীকে চিকিত্সা করার মতো তিনি শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা খুঁজে বের করেন এবং একটার পর একটা সমাধান করে দেন । তিনি জাপানের বড় পোশাক কোম্পানির সঙ্গে সহযোগিতা করা এবং জাপানের বাজারে নিজের কারখানার তৈরী পোশাক বিক্রি করার সিদ্ধান্ত নেন।

    তাঁর নির্দেশ অনুযায়ী শ্রমিকরা নমুনা পোশাক তৈরী করেন । তিনি এই সব নমুনা পোশাক নিয়ে জাপানী ব্যবসায়ীদের অনুসন্ধানে সাংহাই শহরে যান । জাপানী ব্যবসায়ীরা সাংহাই হোংছিয়াওহোটেলে ছিলেন । কিন্তু তারা হুয়াং লিতাই-এর সঙ্গে দেখা করতে চান না । তাদের সঙ্গে একবার দেখা করার জন্য তিনি প্রতি দিনই হোটেলে যান । অবশেষে জাপানী ব্যবসায়ী হোটেলের কর্মীর মাধ্যমে তাকে জানালেন , জাপানের বড় কোস্পানি তোমাদের এমন ছোট কোম্পানির সঙ্গে সহযোগিতা করবে না ।

    আমি অনেক চেষ্টা করেছি , আমার চেষ্টাকে বিফল হতে দেব না । হুয়াং লিতাই মনে মনে নিজেকে বলেন । তিনি বলেন, আমি নিজের সামর্থ্য বিশ্বাস করি । এ আস্থা নিয়ে তাঁর প্রচেষ্টা প্রতিদান পেয়েছে ।

    তারা জাপানের ছোট কোম্পানির সঙ্গে সহযোগিতা শুরু করেছে । এথেকে ছোট কোম্পানির সঙ্গে সহযোগিতা করার গুণ তারা উপলব্ধি করেছে । বড় কোম্পানির তুলনায় ছোট কোম্পানির দাম কম , কার্যকারিতা বেশি । শক্তিশালী না হলেও এদের প্রাণশক্তি আছে ।

    তিনি জিতেছেন । নমুনা পোশাকের গুণগতমান ও চীনা মহিলার দৃঢ়তা জাপানী ব্যবসায়ীদের মুগ্ধ করেছে । মাদাম হুয়াং লিতাই তাঁর প্রথম এক লাখ মার্কিন ডলারের অর্ডার পেলেন ।

    এর পর মাদাম হুয়াং লিতাই জাপানের এক বড় ও বিখ্যাত কোম্পানির সঙ্গে দশ বছর ধরে সহযোগিতা করে আসছেন । অন্য কোম্পানির সঙ্গে এই জাপানি কোম্পানির সহযোগিতা সাধারণত পাঁচ বছরের চেয়ে লম্বা হবে না । কিন্তু লি আনদা কোম্পানির সঙ্গে জাপানের এ কোম্পানিটি ১৪ বছর ধরে সহযোগিতা করে আসছে । লি আনদা কোম্পানির পক্ষে এটা সবচেয়ে বৃহত্তম স্বীকৃতি ।

    একবার জাপানের এ কোম্পানির কাছ থেকে লি আনদা তিন লাখ মার্কিন ডলারের অর্ডার পান । এ পরিমাণের অর্ডার বাজারের চাহিদাকে অনেক ছাড়িয়েছে । যার ফলে গুদামে সঞ্চয়ের পরিমাণ অতিরিক্ত হবে । লোকসান কমিয়ে দেয়ার জন্য জাপানী কোম্পানি এক অজুহাত পেশ করল । সেটা হল , সময়মতো পণ্য হস্তান্তর না করতে পারায় লি আনদাকে দশ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ করতে হবে । হুয়াং লিতাই স্পষ্ট জানেন , এ সময় আপত্তি করার কোনো লাভ নেই । কারণ পরে তাদের সঙ্গে সহযোগিতা করা লি আনদা কোম্পানির প্রয়োজন । তাই তিনি দ্বিধাহীনভাবে এদের ক্ষতিপূরণ করেছেন ।

    লি আনদার আচরণে জাপানী কোম্পানি বিস্মিত হল । লি আনদার সুনাম হয়েছে । এর ব্যবসা দিন দিন বেড়ে গেছে । বছরে লি আন্দা কোম্পানি দেড় কোটি পোশাক রপ্তানি করে । শুধু ২০০৫ সালে এর রপ্তানিমূল্য ৬ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।

    ১০ বছর পর মাদাম হুয়াং লিতাই পোশাকের ব্যবসা তার কর্মীদের ওপর হস্তান্তর করে দেন । তিনি স্থাবরশিল্প, প্রাকৃতিক গ্যাস ও হোটেল সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে দেন । এখন তিনি ১৩টি কোম্পানির মালিক । তাছাড়া তিনি চিয়াংইন শহরের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান , চিয়াংইন শহরের শিল্প ও বাণিজ্য সমিতির চেয়ারম্যানএবং উসি শহরের শিল্প ও বাণিজ্য সমিতির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ।

    মেয়ে তাঁকে জিজ্ঞেস করে, মা , কেন আপনি এত ব্যস্ত ? তিনি উত্তর দেন , কারণ আমি মনে করি, আমার কাজ অত্যন্ত তাত্পর্যপূর্ণ । এটা আমার সামর্থ্য ও বুদ্ধির ওপর এক চ্যালেঞ্জ । এটা আমার জীবনের মূল্যকে সীমাহীনভাবে বাড়িয়ে দিয়েছে ।