জাপানে চীনের রফতানি করা ডাম্পলিংয়ে যে স্বাস্থ্যহানিকর ঘটনা ঘটেছে তাতে ডাম্পলিং তৈরির জন্য ব্যবহৃত সবজির কোনো সমস্যা নেই । চীনে সবজি চাষের সময় বেশি কীটনাশক ওষুধ প্রয়োগের কোনো সম্ভাবনা নেই । তদন্ত ও পরীক্ষা নিরীক্ষা চালানোর পর ২৮ ফেব্রুয়ারী চীনের পুলিশ এ কথা জানিয়েছে ।
৩০ জানুয়ারী জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় চীনে জাপানের দূতাবাসের মাধ্যমে চীনের রাষ্ট্রীয় পণ্যের গুণগত মান তত্ত্বাবধান , পরীক্ষা ও কোয়ারেন্টাইন ব্যুরোকে জাপানে চীনের রফতানিকৃত ডাম্পলিং থেকে স্বাস্থ্যহানিকর ঘটনা সম্পর্কে বিবরণী দিয়েছে ।
এর পর চীনের রাষ্ট্রীয় পণ্য তত্ত্বাবধান ও কোয়ারেন্টাইন ব্যুরো সেই ডাম্পলিং উত্পাদনকারী হোপেই প্রদেশের থিয়ান ইয়াং খাদ্য শিল্প প্রতিষ্ঠান এবং জাপান থেকে নিয়ে আসা ডাম্পলিংয়ের নমুনা পরীক্ষা করেছে ও তদন্ত চালিয়েছে । হোপেই প্রদেশের এই শিল্প প্রতিষ্ঠানের ডাম্পলিং তৈরীর কাঁচামাল , উত্পাদন , পরিবহনসহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মী ও উপাদান নিয়েও তদন্ত চালানো হয়েছে । ফলে ডাম্পলিং তৈরির সঙ্গে সম্পর্কিত কোনো কীটনাশক ওষুধের সমস্যা খুঁজে পাওয়া যায় নি ।
চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন , চীন আশা করে যে , দু'দেশ সম্মিলিতভাবে সহযোগিতা চালিয়ে এই ঘটনার প্রকৃত কারণ যতো তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবে । (থান ইয়াও খাং)
|