চীন আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তব দৃষ্টিভঙ্গী ও সংযম বজায় রেখে চীন-মার্কিন সম্পর্ককে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের উচিত নিজের রাজনীতির কারণে দু'দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করা।
বারাক হুসেইন ওবামার সঙ্গে প্রতিদ্বন্দিতায়ের জেতার জন্য যুক্তরাষ্ট্রের অন্য আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিটন চীনকে ব্যাপক সমালোচনা করেছে। ২৫ ফেব্রুয়ারী তিনি এক ভাষণে অপবাদ দিয়ে বলেন, চীন মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করছে এবং যুক্তরাষ্ট্র চীন থেকে দুষিত মাছ, সিসাসহ অন্যান্য ক্ষতিকর কাঁচা মাল দিয়ে তৈরী খেলনা ও বিষাক্ত গৃহপালিত পশু খাদ্য আমদানি করছে। এ সম্পর্কে লিউ চিয়ানছাও বলেন, আসলে প্রমানিত হয়েছে যে, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা হল পরস্পরের জন্য কল্যাণের সহযোগিতা এবং দু'দেশের জনগণ তাতে লাভবান হয়েছে।
ছাই ইউয়ে
|