জাপান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ২৮ ফেব্রুয়ারী ইসরাইলের প্রতি গাজা অঞ্চলের সমস্যায় সংযম বজায় রাখার আহবান জানিয়েছেন।
এদিন রাইস জাপানে সফররত ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছে। এর পর রাইস সংবাদদাতাকে বলেন, গাজা অঞ্চল থেকে ইসরাইলের প্রতি রকেট হামলা বন্ধ হতে হবে। পাশাপাশি ইসরাইলেরও সংযম বজায় রাখা উচিত।
রাইস ওলমার্টের কাছে গাজা অঞ্চলের মানবিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করেছেন। ওলমার্ট ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্বক্ত্য করেছেন।
এদিন রাইস তাঁর জাপান সফর শেষ করে স্বদেশে ফিরে গেছেন। তিনি ২৭ ফেব্রুয়ারী দুপুরে জাপান পৌঁছান। (লিলি)
|