কিউবা উত্তর-পশ্চিম ক্যারিবীয় সমুদ্রের একটি দ্বীপ দেশ। এর আয়তন ১.১ লাখ বর্গকিলোমিটার। বর্তমান সংবিধান অনুযায়ী, 'কিউবা হচ্ছে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র'।
কিউবার রাজনৈতিক ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জাতীয় গণ প্রশাসন পরিষদ, রাষ্ট্রীয় পরিষদ ও মন্ত্রিসভা।
জাতীয় গণ প্রশাসন পরিষদ বা জাতীয় পরিষদ হচ্ছে দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা সংবিধান সংশোধন ও আইন প্রণয়নের অধিকার ভোগ করে। প্রতিটি পরিষদের কার্যমেয়াদ ৫ বছর। প্রতি বছর দু'বার পরিষদের নিয়মিত অধিবেশন আয়োজন করা হয়। কিউবার বিভিন্ন অঞ্চলে পৌর ও প্রাদেশিক পর্যায়ের গণ প্রশাসন পরিষদ রয়েছে। পৌর, প্রাদেশিক ও জাতীয় গণ প্রশাসন পরিষদের সাধারণ নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। সাধারণত তা কয়েক মাস ধরে চলে। এর পর নবনির্বাচিত জাতীয় গণ প্রশাসন পরিষদের প্রতিনিধিরা অধিবেশন আয়োজন করে বিভিন্ন প্রতিনিধির বৈধতা নিশ্চিত করেন এবং চেয়ারম্যান নির্বাচিত করেন। এর মধ্য দিয়ে নতুন জাতীয় গণ প্রশাসন পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
রাষ্ট্রীয় পরিষদ হচ্ছে স্থায়ী সংস্থা। জাতীয় গণ প্রশাসন পরিষদ রাষ্ট্রীয় পরিষদ নির্বাচিত করে থাকে। জাতীয় গণ প্রশাসন পরিষদের অধিবেশন যখন স্থগিত থাকে তখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় পরিষদ। রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান হচ্ছেন দেশের নির্বাহী প্রধান। রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান প্রথম ভাইস-চেয়ারম্যান, ৫জন ভাইস-চেয়ারম্যান, সচিব ও ২৩জন সদস্যকে নেতৃত্ব দেন। তাছাড়া, কিউবার আইন অনুযায়ী, রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান সরকারের শীর্ষ ও সশস্ত্র বাহিনীর প্রধান পদে অধিষ্ঠিত হন।
মন্ত্রিসভা অর্থাত্ সরকার হচ্ছে দেশের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা। রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান মন্ত্রিসভার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। চেয়ারম্যানের প্রস্তাবে জাতীয় গণ প্রশাসন পরিষদ মন্ত্রিসভার সদস্যদেরকে নিযুক্ত করে। এতে প্রথম ভাইস-চেয়ারম্যান, কয়েকজন ভাইস-চেয়ারম্যান, কার্য-নির্বাহী সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও অন্য সদস্যরা রয়েছেন।
--খোং চিয়া চিয়া
|