গ্রীসের প্রেসিডেন্ট কারোলোস পাপোউলিয়াস ২৭ ফেব্রুয়ারী জানিয়েছেন, তিনি ২৪ মার্চ অলিম্পিয়ায় অনুষ্ঠেয় পেইচিং অলিম্পিক গেমসের শিখা অনির্বান সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হবে বলে শুভ কামনা করেন।
এদিন রাতে আমন্ত্রিত হয়ে প্রেসিডেন্ট কারোলোস পাপোউলিয়াস গ্রীসে চীনের রাষ্ট্রদূতের সরকারী বাসভবনে আতিথ্য গ্রহণ করেন। চীন এবং গ্রীসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটি হচ্ছে গ্রীসের প্রেসিডেন্টের চীনা রাষ্ট্র দূতের সরকারী ভবনে প্রথম আতিথ্য গ্রহণের ঘটনা।
পাপোউলিয়াস আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতির খুব দ্রুত উন্নয়ন হয়েছে। চীন বিশ্বের অর্থনীতির উন্নয়ন ইতিবাচক অবদান রেখেছে। আন্তর্জাতিক মঞ্চে চীন একটি গুরুত্বপূর্ণ শান্তির স্বপক্ষের শক্তি। তিনি বিশ্বাস করেন, ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস উচ্চ মানসম্পন্ন একটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হবে। চীন বিশ্বকে একটি চমত্কার অনুষ্ঠান উপহার দেবে। তিনি অলিম্পিক বর্ষে চীন সফর করার আকাংক্ষা ব্যক্ত করেন।
গ্রীসে চীনের রাষ্ট্র দূত লুও লিনছুয়ান প্রেসিডেন্ট পাপোউলিয়াসের চীন সফরের আগ্রহকে সাধুবাদ জানান। (লিলি)
|