 ২৮ ফেব্রুয়ারী সকালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাই এয়ারের একটি বিমান করে হংকং থেকে ব্যাংককে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে তার বিদেশে নির্বাসিত জীবনের অবসান হলো।
বিমান বন্দরে থাকসিনকে থাই রাক থাই পার্টি ও দি পিপল পাওয়ার পার্টির সদস্য ও বেশ কয়েকজন সরকারী কর্মকর্তাসহ থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার সমর্থক স্বাগত জানান। তবে সেখানে তিনি কোনো ভাষণ দেন নি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিমান বন্দর থেকে থাই পুলিশ তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য গ্রেপ্তার করে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার জামিন আবেদন আদালত মঞ্চূর করলে তিনি আবার মুক্ত হন।

থাইল্যান্ডের তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, এ দিন থাকসিন পেনিনসুলা হোটেল ব্যাংককে থাকবেন এবং সেখানে সংবাদ ব্রিফিং করবেন।
২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় থাকসিন হংকং-এ বলেন, তার স্বদেশে ফিরে আসার লক্ষ্য হচ্ছে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খন্ডন করা। তবে তিনি জানান 'তিনি আর রাজনীতিতে ফিরবেন না'।
(খোং চিয়া চিয়া)
|